করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ‘বুম বুম’ খ্যাত ক্রিকেটার।
বৃহস্পতিবার টুইট করে নিজের করোনা জয়ের খবর শুনিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
টুইট করে আফ্রিদি জানান, করোনা যুদ্ধে বিজয়ের পতাকা উড়িয়েছেন তিনি। শুধু তিনিই নন, পরিবারের অন্যদের যাদের করোনা হয়েছিল তারাও এখন মুক্ত। পঞ্চম কন্যাকে কোলে নিয়ে টুইট করে আফ্রিদি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের কোভিড-১৯ পজিটিভ আসার পর আমরা হোম কোয়ারেন্টাইনে ছিলাম। দ্বিতীয় দফার পরীক্ষায় আমি, আমার স্ত্রী এবং দুই কন্যা আকসা ও আনাসার করোনা নেগেটিভ এসেছি। এখন আমরা মুক্ত। আমাদের জন্য প্রার্থণা করার জন্য ধন্যবাদ। সর্বশক্তিমান আপনাদের সবাইকে সুস্থ রাখুক। এখন পরিবারকে সময় দেওয়ার সেরা সময়।’
এর আগে, ১৩ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন পাকিস্তানি এই ক্রিকেটার।